ঝাড়গ্রাম চিড়িয়াখানায় ফোটো জোন, সৃষ্টিশ্রী স্টল ও বন্যপ্রাণিদের অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন
স্বপ্নীল মজুমদার
বুধবার এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল ঝাড়গ্রামে। এদিন সকালে ঝাড়গ্রাম চিড়িয়াখানার প্রবেশ পথে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি ‘আই লাভ ঝাড়গ্রাম’ লেখা ফোটো জোনের উদ্বোধন করলেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।
ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ, অতিরিক্ত জেলাশাসক ধীমান বাড়ৈ, আনন্দধারা প্রকল্পের জেলা আধিকারিক শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় মাধবী বিশ্বাস প্রমুখ।
ফোটো জোনে আই লাভ ঝাড়গ্রাম লেখার সঙ্গে হাতি, হরিণ ও ময়ূরের মূর্তিও রয়েছে। পরে চিড়িয়াখানার ভিতর স্ব সহায়ক দলের একটি পরিবেশবান্ধব স্টল সৃষ্টিশ্রীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। জেলাশাসক জানান, সেখানে স্ব সহায়ক দলের তৈরি জিনিসপত্র, বিভিন্ন হস্তশিল্প ও কারুশিল্প সামগ্রী বিক্রি করা হবে।
ডিএফও (ঝাড়গ্রাম) শেখ ফরিদ বলেন, যে সব পর্যটক চিড়িয়াখানায় বেড়াতে আসবেন, তাঁরা জেলার হস্তশিল্প সামগ্রী সহজে স্টল থেকে কিনতে পারবেন। এদিন বন্যপ্রাণিদের জন্য বন দফতরের একটি অত্যাধুনিক হাইড্রোলিক অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন বন প্রতিমন্ত্রী।
বিরবাহা জানান, অসুস্থ বন্যপ্রাণিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ওই অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করা হবে। পরে জেলা শাসকের দফতরে একটি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন বিরবাহা। সেটি বিরবাহার বিধায়ক তহবিলের টাকায় কেনা হয়েছে।
জেলা স্বাস্থ্য দফতরে থাকবে ওই অ্যাম্বুল্যান্স। সুলভ দরে সেটি ভাড়ায় নেওয়া যাবে।