বর্ধমান

চুরি যাওয়া মোবাইল গ্ৰাহকদের ফেরালেন বর্ধমান থানার পুলিশ

চুরি যাওয়া মোবাইল গ্ৰাহকদের ফেরালেন বর্ধমান থানার পুলিশ

রাস্তাঘাটে ট্রেনে বাসে বা কাজের ব্যস্ততায় পকেটে থাকা মোবাইলের কথা আমরা অনেক সময় ভুলে যাই। আর আমাদের এই অসাবধানতার সুযোগ নেয় পকেটমারের দল।

ট্রেনে বাসে বা মেলার ভিড়ে পকেটমারদের লক্ষ্য পকেটের টাকার পাশাপাশি দামি মোবাইল ফোন। অনেক সময় অফিস টাইমে বাসের ভিড়ে পকেটে থাকা মোবাইল হারিয়ে ফেলেন মানুষজন। বেশিরভাগ ক্ষেত্রে চুরি যায় মোবাইলটি।

বর্ধমান থানা পুলিশের বড়সর সাফল্য । চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ও সাইকেল উদ্ধার করে গ্ৰাহকদের হাতে ফিরিয়ে দিলেন বর্ধমান থানার পুলিশ। অনেক সময় দেখা যায় বর্ধমান শহরের বিভিন্ন জায়গা থেকে গ্ৰাহকদের মোবাইল চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়।

মোবাইল এখন গ্ৰাহকদের নিত্যদিনের সঙ্গী প্রয়োজনীয় তথ্য মোবাইলে থাকে গ্ৰাহকদের।আর সেই তথ্য দুষ্কৃতিদের হাতে চলে গেলে সমস্যা হতে পারে তাই বর্ধমান থানা তত্‍পর থাকে সর্বদা । একাধিকবার গ্ৰাহকদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছেন বর্ধমান থানা‌।

আজ পূর্ব বর্ধমানের চুরি যাওয়া মোবাইল ফোন ফেরালেন বর্ধমান থানার পুলিশ। বিভিন্ন ভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল মালিকদের ফিরিয়ে দেওয়ায় খুশির মেজাজ বর্ধমানের মানুষের।তারা ধন্যবাদ জানিয়েছেন বর্ধমান থানার পুলিশকে।

আরও পড়ুন ::

Back to top button