বর্ধমান

পুরো বিদ্যালয় যেন একটা ক্যানভাস, শিক্ষিকার উদ্যোগে সেজে উঠেছে স্কুল

পুরো বিদ্যালয় যেন একটা ক্যানভাস, শিক্ষিকার উদ্যোগে সেজে উঠেছে স্কুল

শিশুদের বিকাশে ছবির মাধ্যমে এবং বিভিন্ন রঙিন কাগজের মাধ্যমে শিক্ষা দেওয়ার গুরুত্ব অপরিসীম। শিশুরা সবসময় রঙিন জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। সেই রকমই এক দৃশ্য দেখা গেলো বনকাটি প্রাথমিক বিদ্যালয়ে। করোনা মহামারী পেরিয়ে যাওয়ার পর রাজ্য সরকারের উদ্যোগে পড়ুয়াদের আবার স্কুলে ফেরাতে নেওয়া হয়েছিল বালা প্রকল্প।

এই প্রকল্পে বিদ্যালয়গুলিকে সুন্দরভাবে সাজিয়ে আরও আকর্ষণীয় করে তোলার কাজ হয়েছে। যাতে পড়ুয়াদের বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহ বাড়ে। সেই প্রকল্পের অধীনে বনকাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহেলী পাল পুরো বিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন।

পুরো বিদ্যালয় যেন একটা ক্যানভাস। বইয়ের পাঠ্য উঠে এসেছে বিদ্যালয়ের দেওয়ালে। শুধু ব্ল্যাক বোর্ড দেখে লেখাপড়া শেখা নয়, পড়াশোনা শেখার মাধ্যম হয়ে উঠেছে সুন্দর ভাবে নানান ছবিতে সজ্জিত কাঁকসা জঙ্গলমহলের বনকাটি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালগুলি। আস্ত বিদ্যালয়টির দেওয়াল জুড়ে ফুটে উঠেছে নানান রকম ছবি।

কোথাও বাঘ- সিংহ, কোথাও ফল-ফুল, কোথাও আবার মুনি-ঋষি। রয়েছে মনীষীদের বাণী। সবমিলিয়ে শুধু বই দেখে নয়, বিদ্যালয়ের দেওয়াল দেখে পড়াশোনা শিখতে পারছে ছোট ছোট পড়ুয়ারা। আর এত পরিশ্রমের পিছনে রয়েছেন বিদ্যালয়ের একজন শিক্ষিকা। শিক্ষিকার হাতের ছোঁয়ায় বিদ্যালয় হয়ে উঠেছে ক্যানভাস। পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button