বর্ধমান

হঠাৎ করেই নিখোঁজ, তার পর পাওয়া গেলো ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃতদেহ; চাঞ্চল্য এলাকায়

হঠাৎ করেই নিখোঁজ, তার পর পাওয়া গেলো ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃতদেহ; চাঞ্চল্য এলাকায়

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক আদিবাসী মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য আসানসোলে। সোমবার দুপুর থেকেই আচমকা নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। খোঁজ মিলছিল না তাঁর। মঙ্গলবার রাতে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায়‌ একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ।

মৃত ছাত্রীর নাম কোয়েল হাঁসদা। তিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাঁর বাড়ি আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায়।

২২ বছর বয়সি ওই তরুণী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী।

দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি না ফেরায় চিন্তা করতে শুরু করেন তাঁর বাড়ির লোকজন। তাঁর ফোনটিও সুইচড অফ করা ছিল। বাড়ি এবং আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে হিরাপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর বাড়ির লোকজন।

কীভাবে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতার বাবার দাবি, প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাঁর মেয়েকে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শীঘ্রই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন ::

Back to top button