বর্ধমান

শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু গৃহবধূর! তদন্তে পুলিশ

শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু গৃহবধূর! তদন্তে পুলিশ

গৃহবধুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এরপরই কালনা মহকুমা হসপিটালে মৃত্যু গৃহবধূর। কারণ অনুসন্ধানে পুলিশ। ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত্যুর কারণ অনুসন্ধানে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠাল কালনা থানার পুলিশ। ঘটনায় সন্দেহভাজন স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ওই মহিলার নাম অসীমা বাগ । ঘটনাটি কালনা থানার অন্তর্গত ছোট বহরকুলি এলাকায়।

ওই গৃহবধূ কথা বলার মত অবস্থায় ছিলেন না। এরপরই কাল দুপুর বারোটা নাগাদ ওই গৃহবধূ মারা যায়। মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের সন্দেহ মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে রয়েছে রহস্য! এরপরই বিষয়টি কালনা থানায় জানালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ওই মহিলার স্বামী সিদ্দেশ্বর বাগকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।

ধৃত ব্যক্তিকে মঙ্গলবার কালনা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

মৃতের ভাই দেবাশীষ বাগ এদিন মঙ্গলবার তিনি জানান, গতকাল তার দিদিকে তার জামাইবাবু পেট খারাপ, বমি উপসর্গ বলে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন।

আরও পড়ুন ::

Back to top button