Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির করল IPCL

ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির করল IPCL

পিরিয়ড, মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনে একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে ঋতুস্রাব হওয়ার অর্থ তিনি সন্তান ধারণে সক্ষম। বিষয়টি স্বাভাবিক হলেও এটি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এখনো স্বাভাবিক নয়।

পিরিয়ড নিয়ে আমাদের দেশের এই রাখঢাক পরিস্থিতিকে আরও শোচনীয় করে রেখেছে। লজ্জার কারণে অনেক নারীই পিরিয়ড–সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না। অসচেতনতার কারণে পরবর্তীকালে জটিল সব রোগে আক্রান্ত হন।

প্রান্তিক মেয়েদের জন্য ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির করল India Power Corporation Limited (IPCL)। সম্প্রতি পশ্চিম ( কর্মসূচীর আওতায় ‘Happy Period’ শীর্ষক শিবিরের আয়োজন করা হয়েছিল।

স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণীর মোট ১২০ জন ছাত্রী এই শিবিরে অংশ নেয়। মাসিক, ঋতুচক্র, ঋতুকালীন সাবধানতা প্রভৃতি বিষয়ে ছাত্রীদের অবগত করানো হয় শিবিরে। চারটি করে পুনর্ববহারযোগ্য কাপড়ের তৈরি স্যানিটারি ন্যাপকিন সহ একটি করে স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয় উপস্থিত ছাত্রীদের হাতে। স্কুলে সংস্থার তরফে একটি শেড এরও উদ্বোধন করা হয় এদিন।

আরও পড়ুন ::

Back to top button