শনিবার থেকে ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে কুড়মি সামাজিক সংগঠনের ঘাঘর ঘেরা কর্মসূচি।
কুড়মিদের আদিবাসী তালিভুক্ত করার দাবির স্বপক্ষে রাজ্য সরকার সংশোধিত সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটউট) রিপোর্ট পাঠাতে গড়িমসি করছে এমন অভিযোগ তুলে জঙ্গলমহলের ঝাড়গ্রাম সহ চার জেলায় ঘাঘর ঘেরা কর্মসূচির ডাক দিয়েছে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ) নামে কুড়মিদের একটি সামাজিক সংগঠন।
‘ঘাঘর ঘেরার’ অর্থ হল কোনওদিকে ফাঁক না রেখে চারিদিক ঘিরে ফেলা। এদিন অবশ্য সকাল থেকে ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে মূল অবরোধ কর্মসূচি হয়। এছাড়াও গুপ্তমণি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় গুপ্তমণি, বাকড়াচক ও কেশিয়াপাতায় অবরোধ হয়।
এর ফলে এদিন জেলায় বাস চলাচল বন্ধ ছিল। কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ)-এর নেতা রাজেশ মাহাতো জানান, দীর্ঘ বঞ্চনার অবসানের দাবিতেই আন্দোলন হচ্ছে।
সোমবার ঝাড়গ্রাম জেলাশাসকের ক্রাযালয় ঘেরাও কর্মসূচি হবে। মঙ্গলবার খড়্গপুর গ্রামীণ থানার খেমাশুলিতে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।