Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা, কেমন ছিল মিঠুন চক্রবর্তীর পথচলা ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mithun Chakraborty : ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা, কেমন ছিল মিঠুন চক্রবর্তীর পথচলা ? - West Bengal News 24

আশির দশক বা তার আগে কোনও রকম সমাজমাধ্যম ছিল না। জনসংযোগ মাধ্যমের চলও ছিল না। কিন্তু এত কিছুর পরেও বলি তারকাদের অনুরাগী সংখ্যায় কোনও ভাবে ভাটা পড়ত না। কিন্তু বলিপাড়ায় জনপ্রিয়তার নিরিখে কেউ যদি নজির গড়ে থাকেন, তবে তিনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

১৯৭৬ সালে মৃণাল সেন (Mrinal Sen) পরিচালিত ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন মিঠুন। কিন্তু তাঁকে নিয়ে দর্শকের মাতামাতি শুরু হয় আরও ছয় বছর পর। আশির দশকে বলিপাড়ার সকল তারকার জনপ্রিয়তাকে যেন ম্লান করে দিয়েছিলেন মিঠুন। তিনি কোথাও শুটিং করতে গেলে সেটের বাইরে জনসমাগম সামলে রাখা দায় হত।

শুধু ভারতেই নয়, রাশিয়াতে মিঠুনের অনুরাগীমহল তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা যায় যে, কাজাখস্তানে শুটিংয়ের জন্য গিয়েছিলেন মিঠুন। তাঁকে দেখার জন্য বিমানবন্দরেই ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা। ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে অভিনয়ের পাশাপাশি মিঠুনের (Mithun Chakraborty) নাচের দৃশ্যগুলিও জনপ্রিয় হয়। অনুরাগীদের কাছে মিঠুন ‘ডিস্কো ডান্সার’ নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন।

কিন্তু জনপ্রিয়তার শিখরে থাকলেও একাকিত্ব ঘিরে ধরেছিল মিঠুনকে। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানান, মিঠুনের কেরিয়ারে এমন সময়ও গিয়েছে যখন তিনি এক দশকে একশোরও বেশি ছবিতে কাজ করেছেন। এমনও দিন গিয়েছে যখন প্রতি দিন ৪ থেকে ৫টি ছবির শুটিং করেছেন মিঠুন (Mithun Chakraborty)। জনপ্রিয়তার পাশাপাশি কাজের চাপও ছিল প্রচুর। মিঠুন সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি কোনও দিন ভাবতে পারিনি যে এত বড় তারকা হতে পারব। কিন্তু আমার জনপ্রিয়তা যত বৃদ্ধি পেয়েছে, আমি তত একা হয়ে পড়েছি।’’

মিঠুনের মন্তব্য, ভাল অভিনেতার পাশাপাশি ভাল মানুষ হতে না পারলে দর্শকের মনে জায়গা পাওয়া যায় না। ইন্ডাস্ট্রিতেও দীর্ঘ দিন থাকা যায় না। মিঠুন বলেন, ‘‘দক্ষতা ছাড়া অভিনয় করা যায় না। দক্ষতা থাকলে পৃথিবীর কারও আটকানোর ক্ষমতা নেই। এক জন দক্ষ অভিনেতা যদি ভাল মানুষ না হন, তা হলে ইন্ডাস্ট্রিতে তাঁর আয়ু অল্প।’’

আরও পড়ুন ::

Back to top button