বাগিলাতে নতুন অঙ্গনওয়াড়ী কেন্দ্র, খুশি এলাকাবাসী
বাগিলা গ্রামের বাস্তুতলা। তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের বসবাস। এখানে একটি ভাঙ্গাচোরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। ছোটছোট ছেলেমেয়েদের শিশুকেন্দ্রে পড়াতে বাবা- মায়েররা ভয় পেতেন।
সবাই মিলে পাড়ায় সমাধানে নতুন করে কেন্দ্রটি করার জন্য আবেদন করেন। একেবারে হাতেনাতে ফল। আগের বারের পাড়ায় সমাধানের সুফল এবারের দুয়ারে সরকারে।
এদিন বাগিলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাস্তুতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি-১ বিডিও আলি মহঃ ওয়ালি উল্লাহ, বিশিষ্ট সমাজসেবী তথা মেমারি-১ পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় পাল, স্বরূপ কৈবর্ত্য প্রমুখ।
এদিন পাড়ার আদিবাসী মানুষজন ধামসা মাদলের মধ্য দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন। পরে উপস্থিত সকলে নিজের হাতে শিশুদের খাবার পরিবেশন করেন। আজকের মেনু ছিলো ভাত, ডাল, আলুপোস্ত, মাংস, চাটনি, রসগোল্লা। শিশুদের সাথে এলাকার মানুষজন খুব খুশি।