ঝাড়গ্রাম

কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে চিতল হরিণের মৃত্যু

স্বপ্নীল মজুমদার

কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে চিতল হরিণের মৃত্যু

জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল একটি চিতল হরিণ। পথ কুকুরের তাড়া খেয়ে লাফ দিয়ে পুকুরে পড়ে গিয়ে পাঁকে আটকে মৃত্যু হল হরিণটির।

মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার দহিজুড়ি অঞ্চলের বড় ঝরিয়ামুড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে কুশবনির জঙ্গল থেকে হরিণটি বেরিয়ে আসে।

হরিণ দেখে কয়েকটি কুকুর তাড়া করে। প্রাণ বাঁচাতে হরিণটি বন ঝরিয়ামুড়া গ্রামে ছুটে বেনাতে থাকে। গ্রামের রাস্তায় হরিণ দেখে হতচকিচত হয়ে যান বাসিন্দারা।

এক সময় লাফ দিয়ে হরিণটি স্থানীয় পুকুরে পড়ে যায়। সেখানে পদ্মফুল প্রচুর ছিল, ছিল কাদাও। পদ্মের লতাপাতায় হরিণটি জড়িয়ে পাকে আটকে মারা যায় বলে জানিয়েছে বন দফতর। পরে গ্রামবাসীরা হরিণটির দেহ তুলে বন দফতরে খবর দেন।

বনকর্মীরা হরিণটির দেহ উদ্ধার করে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে যান। সেখানে হরিণটির দেহের ময়নাতদন্ত হয়। ঝাড়গ্রামের ডিএফও বলেন, লালগড়ের জঙ্গলে হরিণ রয়েছে।

মনে হচ্ছে লালগড়ের জঙ্গল থেকে হরিণটি কুশবনিতে চলে এসেছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ হরিণটির পুকুরের পাঁকে আটকে হার্টফেল করে মারা গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button