মাওবাদী হানায় নিহত ছাত্র নেতা পার্থ বিশ্বাসের স্মরণে প্রকাশ্য সভা করল এসএফআই। মঙ্গলবার বিকেলে এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে বেলপাহাড়ি ব্লকের শিলদা নিমতলা চকে ওই স্মরণসভা হয়।
প্রয়াত পার্থের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান সংগঠনের জেলা সম্পাদিকা মধুশ্রী মজুমদার, জেলা সভাপতি রজত ঘোষ, এবিটিএ-এর ঝাড়গ্রাম জেলার সম্পাদক গুরুপদ নন্দী প্রমুখ। সভায় নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে, এসএসসি দুর্নীতির উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে সরব হন নেতা-নেত্রীরা।
সভার আগে এসএফআই জেলা সম্পাদক মধুশ্রী মজুমদারের নেতৃত্বে শিলদা বাজারে মিছিলও করা হয়। ২০১০ সালের ৪ এপ্রিল বিনপুরের মালাবতীতে মাওবাদীদের হাতে খুন হন তৎকালীন এসএফআইয়ের হাড়দা লোকাল কমিটির সম্পাদক পার্থ বিশ্বাস। ওই সময় পার্থ এলাকায় গণ আন্দোলন গড়ে তোলার কাজ করছিলেন।
বাম আমলে তখন হিংসার রাজনীতিতে জঙ্গলমহল উত্তপ্ত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এলাকার দরিদ্র ও জনজাতি মানুষজনকে লাল ঝান্ডার তলায় সংগঠিত করছিলেন পার্থ। আর তাতেই তিনি মাওবাদীদের রোষানলে পড়েন।