নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি সোজা ঢুকে পড়ল চশমার দোকানে
হঠাৎ করেই ঘটলো অঘটন দূর্গাপুরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি সোজা ঢুকে পড়ল চশমার দোকানে। ঝাঁ চকচকে দোকান ভেঙে চুরমার। পুলিশ খবর পেয়ে গাড়ি ও গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার রাত নটা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের সুহট্টো শপিং মলের ঠিক পাশেই একটি চশমার শো রুমে সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে গান্ধী ময়দান যাওয়ার পথে একজন মহিলা চালক গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই চশমার দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে চার চাকা গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ। দোকানের ম্যানেজার জানান, এই ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার শো রুমের জিনিসপত্র নষ্ট হয়েছে।
পাশাপাশি দুর্ঘটনায় দোকানের মধ্যে থাকা দুই কর্মী গুরুতর আহত হয়, আহত হয় গাড়িচালকও। বিকট শব্দ পেয়ে সেখানে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা, তারাই তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়, তবে কিভাবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।