ঝাড়গ্রাম একলব্য স্কুলে গ্রিন ক্যাম্পাস প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী মানস ভুঁইয়া
স্বপ্নীল মজুমদার
রাজ্য আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দফতরের একলব্য স্কুলগুলির মধ্যে ঝাড়গ্রামের একলব্য স্কুলটি সব চেয়ে সেরা।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম একলব্য স্কুলের গ্রিন ক্যাম্পাস প্রোজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে একযোগে একথা জানালেন পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া ও ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল। প্রসঙ্গত, ২০১৬ সালে আদিবাসী ছাত্রছাত্রীদের ঝাড়গ্রাম একলব্য স্কুলটির পরিচালন ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিশনের তত্ত্বাবধানে স্কুলটির ভোল বদলে গিয়েছে। রাজ্যের পরিবেশ দফতরের অনুদানে স্কুল চত্বরটিকে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হয়েছে। এদিন ওই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। স্কুলে তৈরি হয়েছে বাটারফ্লাই গার্ডেন, ভেষজ উদ্যান। প্লাস্টিক বোতল ক্রাশার ইউনিট হয়েছে।
রুফ টপ সোলার পাওয়ার প্ল্যান্ট, ওয়াল গার্ডেনের মত নানা প্রকল্প হয়েছে। মন্ত্রী মানসবাবু জানান, এরপর সরকারি টাকায় স্কুলে বৃষ্টির জল সঞ্চিত করে ভুগর্ভস্থ জলস্তর বৃদ্ধি সহ নানা প্রকল্প রূপায়িত করা হবে।
স্কুলের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ এবং স্কুলের গ্রিন ক্যাম্পাস প্রোজেক্টের উপদেষ্টা বিশেষজ্ঞ প্রণব সাউ বলেন, এর ফলে স্কুল চত্বরে দূষণের মাত্রা কমেছে।
স্কুলটি পরিবেশ বান্ধব ও সবুজ স্বাস্থ্যে ভরপুর হয়ে উঠেছে। পড়ুয়ারাও পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে।