কুর্মিদের আদিবাসী তালিকাভুক্ত করা যাবে না এই দাবি সহ বিভিন্ন দাবিতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
কিছুদিন আগেই কুর্মিরা এস টি তালিকাভুক্ত হওয়ার দাবিতে ঘাঘর ঘেরা আন্দোলন করেছিল। এবার আদিবাসীরা কুর্মিদের দাবির বিরোধিতা করে আন্দোলনে নামলেন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ জেলা শাসকের দফতরের বাইরে ঘেরাও শুরু করে আদিবাসীরা। এদিন কোনো কর্মীদের অফিসে ঢুকতে দেওয়া হয় নি।
তবে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক অফিসে ঢুকেছিলেন। বিকেলে সুনিদিষ্ট কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আদিবাসীরা। কয়েকশো সশস্ত্র আদিবাসী ধামসা-মাদল বাজিয়ে জেলা শাসকের দফতরের ভেতরে ঢুকে পড়েন। জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সহ আধিকারিকরা রাত পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন।