ঝাড়গ্রাম

অরণ্যশহরের পথে মনোরোগ নিয়ে সচেতনতা প্রচারে ঝুমুরশিল্পী ইন্দ্রাণী মাহাতো

স্বপ্নীল মজুমদার

অরণ্যশহরের পথে মনোরোগ নিয়ে সচেতনতা প্রচারে ঝুমুরশিল্পী ইন্দ্রাণী মাহাতো

‘দুশ্চিন্তা থেকে সব সময় থাকো দূরে, হাসিখুশি আনন্দেতে থাকো আপন ঘরে, আনন্দেতে থাকো যদি খুশি থাকে মন, সুস্থ সমাজ গড়ি এসো সুস্থ এ জীবন!’

এ রকমই ঝুমুর গানের মাধ্যমে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় মনের রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করলেন ঝাড়গ্রামের বিশিষ্ট ঝুমুরশিল্পী ইন্দ্রাণী মাহাতো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে ইন্দ্রাণীকে এই প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পাঁচটি ওয়ার্ডে ঝুমুর গানের মাধ্যমে সচেতন প্রচার করেন ইন্দ্রাণী।

ঝাড়গ্রাম জেলার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা জানান, মনের রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে স্বাস্থ্য দফতরের তরফে কি-কি করণীয় সে বিষয়েও গানের মাধ্যমে প্রচার করেছেন শিল্পী।

মানসিক স্বাস্থ্যবিধানের লক্ষ্যে শহরবাসীকে সহজভাবে বোঝানোর জন্য ওই কর্মসূচি করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button