বিচিত্রতা

‘বেতন পাই না’ হঠাৎ বলে উঠলেন রাতের এক সংবাদ পাঠক

‘বেতন পাই না’ হঠাৎ বলে উঠলেন রাতের এক সংবাদ পাঠক - West Bengal News 24

জাম্বিয়ার সংবাদপাঠক কাবিন্দ কালিমিনা বেতন না পাওয়ার রাগে-ক্ষোভে এমন এক কাজ করেছেন, তা শুধু অবিশ্বাস্যই নয়; রীতিমতো দুঃসাহসী। কেবিএন টিভিতে শনিবার রাতে খবর পড়ার সময় বলে দিয়েছেন, অফিস তাকে এবং সহকর্মীদের বেতন দেয় না!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কালিমিনা প্রতিদিনের মতো সেদিনও স্বাভাবিকভাবে খবর পড়া শুরু করেন। প্রধান শিরোনামগুলো অটোকিউ দেখে পড়ে ফেলেন।

এরপর হঠাৎ বলে ওঠেন, ‘সংবাদের কথা রাখি, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান-আমরাও মানুষ। আমাদেরও তো বেতন দরকার।’

‘দুর্ভাগ্য, কেবিএনে আমরা বেতন পাই না…আমি এবং শ্যারনসহ কেউই পাই না। আমাদের বেতন প্রয়োজন।’

কালিমিনার এমন কাণ্ড বুঝতে বুঝতে কিছুটা সময় লাগে প্রযোজকের। তিনি দ্রুত ওপেনিং ট্রেলার চালান।

কেবিএন কর্তৃপক্ষ কালিমিনার সমালোচনা করে বলছে, এক রাতের হিরো হতে তিনি এই কাজ করেছেন।

তাকে মাতাল দাবি করে কর্তৃপক্ষ বলছে, ‘কীভাবে একজন মাতাল পার্টটাইম প্রেজেন্টার অন-এয়ারে গেলেন সেটি খতিয়ে দেখা হবে।’

কালিমিনা এই দাবি উড়িয়ে জানিয়েছেন, ওই বুলেটিনের আগে তিনি আরও তিনটি শো পরিচালনা করেন। মাতাল হলে সেটি পারতেন না।

কালিমিনা নিজের পেজে ভাইরাল ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, আমি লাইভে এটা করেছি। কারণ অধিকাংশ সাংবাদিক এটা বলতে ভয় পায়।’

কেবিএন কর্তৃপক্ষ বলছে, ‘নতুন একটি স্টেশন হিসেবে আমরা কিছু মেধাবীকে নিয়ে যাত্রা শুরু করেছি। দুই বছর ধরে সফলতা অর্জন করেছি আমরা। এখানে সবার পারিশ্রমিক ঠিকমতো দেয়া হয়।’

আরও পড়ুন ::

Back to top button