লোহা ভেবে সকেট বোমায় হাতুড়ির ঘা, বিস্ফোরণে জখম নবম শ্রেণির ছাত্র
বাড়ির মধ্যেই বোমা ফেটে গুরুতর জখম হল নবম শ্রেণির ছাত্র সেখ ইসরাফিল ।বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের সরডাঙ্গা গ্ৰামে। বর্তমানে আব্দুল হালিম স্মৃতি শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্র।
আহতের বাবা মঞ্জুর শেখ জানিয়েছেন, তিনি লোহা ভাঙা, টিন ভাঙার ব্যবসা করেন। এদিন লাভপুরের কাছে একটি লোহার পাইপ কুড়িয়ে পান। সেটি কুড়িয়ে নিয়ে আসেন বাড়িতে। বাড়িতে আনার পরই ছেলে সেখ ইসরাফিল ওই পাইপটি কে হাতুড়ি দিয়ে ভাঙতে গেলেই বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হয় সে।
তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় সামান্য আহত হয়েছেন তাদেরই আত্মীয় তনজিলা বিবি।তিনি সেই সময় তাদের বাড়িতে জল আনতে গিয়েছিলেন। আর তখনই লোহার পাইপ ফেটে বিস্ফোরণ ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কীর্ণাহার থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পাইপটি সকেট বোমা। কে বা কারা সকেট বোমাটিকে রেখেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ প্রশাসন। সেখ মঢ্জুর বলেন, ”আমি যেহেতু টিন ভাঙা, লোহা ভাঙার ব্যবসা করি তাই সেগুলি দেখলেই বাড়িতে আনি। দু’দিক বন্ধ একটি লোহার পাইপ কুড়িয়ে পেয়েছিলাম এদিন। সেটিই ছেলে ভাঙছিল। তখনই বিস্ফোরণ ঘটে।”