ঝাড়গ্রাম

পুকুরে স্নান করতে গিয়ে হাতির হানায় মৃত্যু, হাতি পুকুরে থাকায় দেহ উদ্ধারে বিলম্ব

স্বপ্নীল মজুমদার

পুকুরে স্নান করতে গিয়ে হাতির হানায় মৃত্যু, হাতি পুকুরে থাকায় দেহ উদ্ধারে বিলম্ব

পুকুরে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না সুধানাথ মাহাতোর (৫৬)। হাতির হানায় প্রাণ হারালেন ওই প্রৌঢ়।

মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম থানার দুধকুণ্ডি পঞ্চায়েতের সগড়ভাঙ্গা গ্রাম সংলগ্ন পুকুরে স্নান করতে গিয়েছিলেন সুধানাথ। এলাকাটি খড়্গপুর বনবিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের অধীন। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্নান সেরে তিনি পুকুর পাড়ে উঠতেই লাগোয়া জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল হাতি জল খাওয়ার জন্য পুকুরে নেমে পড়ে।

আচমকা হাতি দেখে হকচকিয়ে যান সুধানাথ। তড়িঘড়ি তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। হাতিটি পিছু ধাওয়া করে সুধানাথকে শুঁড়ে তুলে আছাড় মারতে থাকে। হাতিটি থাকায় সুধানাথের দেহ উদ্ধার করতে বিলম্ব হয়। খবর পেয়ে আসেন বনকর্মীরা। সন্ধ্যায় হাতিটি পুকুর থেকে উঠে জঙ্গলে চলে গেলে তারপর সুধানাথের নিথর দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পেশায় চাষি সুধানাথ বিভিন্ন অনুষ্ঠনে কীর্তন করতেন। সগড়ভাঙ্গা গ্রামে অষ্টম প্রহর অনুষ্ঠান চলছে। তার মাঝে সুধানাথের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতিদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button