জঙ্গলে মহুল ফল কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। পালিয়ে প্রাণে বাঁচলেন তাঁর স্ত্রী। মঙ্গলবার ভোরে ঝাড়গ্রাম থানার লোধাশুলি রেঞ্জের নেকড়াবিন্ধা গ্রাম সংলগ্ন জঙ্গলে ঘটনাটি ঘটেছে।
মৃতের নাম খগেন্দ্রনাথ মাহাতো (৬০)। তাঁর বাড়ি নেকড়াবিন্ধা গ্রামেই। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে স্ত্রী শিবানীর সঙ্গে জঙ্গলে মহুল ফল কুড়োতে ও গবাদি পশুর খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন মাহাতো দম্পতি।
কিন্তু জঙ্গলে হাতি থাকার কথা তাঁরা জানতেন না। এরপর মহুল ফল ও পাতা কুড়োনোর সময় হাতির সামনে খগেন্দ্রনাথ পড়ে যান। স্ত্রী শিবানীর সামনেই গোটা সাতেক হাতির দলের একটি হাতি খগেন্দ্রনাথকে পা দিয়ে পিষে দেয়।
কোনোমতে পালিয়ে প্রাণে বাঁচেন শিবানী। বন দফতর ও স্থানীয় বাসিন্দারা হাতি তাড়িয়ে দেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে খগেন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ বলেন, মৃতের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির দলটির গতিবিধির উপর উপর নজর রাখা হচ্ছে।