Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হোক কেন্দ্রীয় পরিদর্শক দল, সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় বনমন্ত্রীকে চিঠি দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা

স্বপ্নীল মজুমদার

হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হোক কেন্দ্রীয় পরিদর্শক দল, সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় বনমন্ত্রীকে চিঠি দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা

ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠানোর আবেদন করল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের মাধ্যমে কেন্দ্রীয় বনমন্ত্রীর উদ্দেশ্যে এক চিঠিতে এমনই আবেদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো।

শনিবার ঝাড়গ্রামে কুনারের বাসভবনে গিয়ে ওই চিঠি তাঁর হাতে তুলে দেন অশোক। চিঠিতে ৯ দফা দাবিও করা হয়েছে। দাবিগুলি হল, হাতির হানা রুখতে হাতির জন্য সংরক্ষিত জঙ্গল এলাকা, হাতির হানায় মৃতের পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও আর্থিক ক্ষতিপূরণ, ২০০৮ সাল থেকে হাতির হানায় নিহত যে সব পরিবার এখনও চাকরি পায়নি, তাদের দ্রুত চাকরির বন্দোবস্ত, হাতির হানায় কেউ কর্মক্ষমতা হারালে তার পরিবারকে মাসিক ১০,০০০ টাকা পেনশন, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল সহ সীমান্তবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের সঙ্গে সমন্বয় করে হাতি ও মানব সুরক্ষার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ, হাতির হানায় ফসল সহ অন্যান্য সামগ্রী নষ্টের ক্ষতিপূরণ দ্রুত বাজার মূল্য অনুযায়ী প্রদান, জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী মানুষজনকে হাতির আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ও হাতি তাড়ানোর সরঞ্জাম প্রদান, হাতির খাদ্য ও পানীয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে ফলের গাছ ও বড় পুকুর খনন।

সেই সঙ্গে হাতি ড্রাইভের কাজে নিযুক্ত স্থানীয় হুলা পার্টি সদস্যদের প্রয়োজনীয় সেফটি কিট, আইডি কার্ড সহ দৈনিক ৬০০ টাকা মজুরি দেওয়ার দাবি করা হয়েছে।

সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় পর পর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে ঝাড়গ্রাম বন বিভাগের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হাতির দল। হাতি তাড়ানোর সময় হুলা পার্টির দুই সদস্যের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button