ঝাড়গ্রাম

আঠারোর আগে বিয়ে নয়, কন্যাশ্রীদের সচেতন করলেন বিচারক

স্বপ্নীল মজুমদার

আঠারোর আগে বিয়ে নয়, কন্যাশ্রীদের সচেতন করলেন বিচারক

বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা, সাইবার ক্রাইম সহ নানা বিষয়ে কন্যাশ্রীদের আইনি সচেতন করা হল। ঝাড়গ্রাম জেলার ‘নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ’-এ এক আইনি সচেতনতা শিবিরে স্কুলের ছাত্রীদের আইনি সচেতন করলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা।

মোবাইল ফোনের বিপদ ও সাইবার ক্রাইম সম্পর্কে ছাত্রীদের সচেতন করলেন ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার সাব ইন্সপেক্টর সরফরাজ় নওয়াজ়, শিক্ষাব্রতী সর্বেশ্বর মহাপাত্র সহ বিশিষ্টজনরা।

নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠের প্রধানশিক্ষিকা কাকলি চক্রবর্তী জানালেন, ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানা ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বুধবার ওই স্কুলের অডিটোরিয়ামে শিবির হয়। স্কুলের কন্যাশ্রী ছাত্রীরা শিবিরে যোগ দিয়েছিল। ছিলেন অন্যান্য শিক্ষিকারাও।

আঠারোর আগে বিয়ে নয়, কন্যাশ্রীদের সচেতন করলেন বিচারক

ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত নয়াগ্রাম ব্লকের এই বালিকা বিদ্যালয়টি পঠনপাঠন ও অন্যান্য শিক্ষামূলক বিষয়ে বরাবরই এগিয়ে থাকে। তবে গ্রামীণ এলাকার একাংশ অভিভাবক সচেতন নন। তাই আঠারোর আগে কেউ কেউ মেয়ের বিয়ে দেন।

এ বিষয়ে নিরন্তর ছাত্রীদের সচেতন করা হয়। এবার আইনি সচেতনতা শিবিরে বিচারকও ছাত্রীদের সচেতন করলেন।

আরও পড়ুন ::

Back to top button