Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

স্বপ্নীল মজুমদার

বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর রাত্রি যাপনের স্থান ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স চত্বরের রাস্তার পাশে ঝোপঝাড় সাফ করা হচ্ছে

পঞ্চায়েত ভোটের পর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এখনও ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হয়নি।

কিন্তু আদিবাসী দিবসের দিন বুধবার ঝাড়গ্রাম জেলার গ্রামীণ এলাকার জন্য এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কাজ হয়ে যাওয়া বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী জেলা পরিষদের অধীনে গ্রামীণ এলাকার সাতটি প্রকল্পের শিলান্যাস করবেন।

যার মধ্যে রয়েছে, লালগড় ব্লকের জগন্নাথপুরের খাঁকড়ি খালের উপর ভেন্টেড কজওয়ে। এছাড়া লালগড় ব্লকেরই ভাউদি থেকে আজনাশুলি পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ, গোপীবল্লভপুর-২ ব্লকের জাহানপুর সেক করিম থেকে বাগমারি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজ। এছাড়া ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া থেকে ঘৃতখাম পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ, জামবনি ব্লকের বেনাশুলি এমএসকে থেকে কেন্দুয়াশুলি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পিচ রাস্তার কাজেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও কাজ শেষ হয়ে যাওয়া প্রকল্পের তিনি উদ্বোধন করতে পারেন। যেমন লালগড় ব্লকের দুর্গামন্দির থেকে ডোমশোল হাই স্কুল পর্যন্ত পিচ রাস্তা, ছোট জীবনপুর থেকে ফুলঝোর পর্যন্ত পিচ রাস্তা, লালগড়ের ধোবাঘাট থেকে লছিপুর নদীঘাট পর্যন্ত ঢালাই রাস্তা, বেলপাহাড়ি ব্লকের কাঁকো ডোমপাড়া থেকে জোৎস্না এমএসকে পর্যন্ত ঢালাই রাস্তা, বেলপাহাড়ি ব্লকের লেদাশাল পশ্চিমপাড়া থেকে লেদাশাল পূর্বপাড়া পর্যন্ত ঢালাই রাস্তার কাজেরও মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন বলে প্রশাসন সূত্রে খবর।

এছাড়াও বেলপাহাড়ি ব্লকের শিলদা অঞ্চলের বড় সুখজোড়া থেকে ছোট সুখজোড়া পর্যন্ত ঢালাই রাস্তার কাজের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন। জেলা পরিষদের উদ্যোগে ১৩ লক্ষ ৪০ হাজার টাকায় তৈরি কুমুদকুমারী ইনস্টিটিউশনের ভিতরে ঢালাই রাস্তার মত নানা কাজ হওয়া ২৬টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার বিকেলে সম্ভবত সড়কপথে ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button