‘ভারতরত্ন’ প্রাক্তন চতুর্থ রাষ্ট্রপতি ভি.ভি গিরির আবক্ষ মূর্তি বসল গোপীবল্লভপুরের ছাতিনাশোলে।
ছাতিনাশোল থেকে আলমপুর যাওয়ার রাস্তার মোড়ে বৃহস্পতিবার ওই মূর্তির আবরণ উন্মোচন করেন গোপীবল্লভপুর-১ ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র।
সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটি এবং দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সাহায্যে মূর্তিটি বসানো হয়েছে। মূর্তিটি বসানোর জন্য জমি দান করেছেন স্থানীয় বাসিন্দা আদিত্যকুমার গিরি।
এদিন থেকেই ওই মোড়ের নামকরণ করা হয় ভি.ভি গিরি মোড়। সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির সভাপতি সত্যব্রত রাউত জানান, গোপীবল্লভপুর এলাকাটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার লাগোয়া।
ভি.ভি গিরি ময়ূরভঞ্জের ভূমিপুত্র ছিলেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়ে কারাবরণ করেন।
নতুন প্রজন্ম যাতে প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়ের রাষ্ট্রনায়কদের কথা জানতে পারে, সেই জন্যই মূর্তি বসানোর উদ্যোগ। জেলায় এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতির মূর্তি বসল।