২০২৫ থেকে দুটি ভাগে ভাগ করে হবে উচ্চ মাধ্যমিক – প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
২০২৫ সাল থেকে দু’টি ভাগে দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল শিক্ষা দফতরের কাছে এই মর্মে প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷
প্রস্তাব অনুসারে , ২০২৫ সাল থেকে দু’দফায় উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা করার পরিকল্পনা৷ একটি হবে ২০২৫ সালের নভেম্বর মাসে অন্যটি হবে ২০২৬ সালের মার্চ মাসে৷ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা দু’টি ভাগে করা হবে৷
এই দুই পরীক্ষার গড় নম্বর মিলিয়েই চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে৷ এর মধ্যে প্রথম পরীক্ষায় থাকবে শুধু ওএমআর শিট৷ দ্বিতীয় পরীক্ষায় থাকবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন৷
তাঁরা পিছিয়ে না পড়ে৷ ২০২২ সালের মে মাস নাগাদ এই নিয়ে প্রশাসনিক স্তরে ভাবনাও শুরু হয়৷
রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরির পর অনেক ক্ষেত্রেই শিক্ষার নানা কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এসেছে৷ এ বার দেখার, এই পরিবর্তনের ফলে রাজ্যের পড়ুয়ারা কতটা উপকৃত হয় ? তবে দু’বার পরীক্ষা হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক একবারই হবে৷