পূর্ব মেদিনীপুর

জাহাজের আদলে দীঘায় এবার ইন্ডিয়ান কফি হাউস, সমুদ্র পারেই পর্যটকরা পাবেন কফির আমেজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Coffee House In Digha : জাহাজের আদলে দীঘায় এবার ইন্ডিয়ান কফি হাউস, সমুদ্র পারেই পর্যটকরা পাবেন কফির আমেজ - West Bengal News 24

বাঙালির আবেগ, শিল্প সাহিত্যের কফি হাউজের আরেক নতুন ঠিকানা এবার দীঘা। জাহাজের আদলে আড়াই হাজার স্কোয়ার ফিটের আধুনিক ১২০ সিটার শীততাপ নিয়ন্ত্রিত কফি হাউস।

ফিশ ফিঙ্গার, মটন কবিরাজি থেকে চাইনিজ তন্দুর মকটেল সবই পাওয়া যাবে এই কফি হাউসে। সঙ্গে অবশ্যই মান্নাদের প্রিয় পকোড়া ও ব্ল্যাক কফি। মান্না দের গান বাজবে এই কফি হাউসে।

এবার দিঘার সমুদ্র সৈকতে ঢেউ গুনতে গুনতে কফির কাপে চুমুক দিতে পারবেন পর্যটকরা। বর্তমানে সারা বছর দিঘায় পর্যটকদের যাতায়াত লেগেই আছে। খুলেছে একাধিক রেস্তোরাঁ। কফি হাউজের সেই আড্ডাটা এবার বসতে চলেছে সমুদ্র সৈকতে। ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক উদ্বোধন। থাকবেন জেলাশাসক তানভীর অবজল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার সফরে গিয়ে কফি হাউস তৈরির প্রস্তাবনা অনুমোদন করেছেন। পুজোতে এই কফি হাউসে বসবে লোক সঙ্গীতের আসর। পারফরম্যান্স করবেন লোকশিল্পী তীর্থ বিশ্বাস সহ আরও অনেকে।

আরও পড়ুন ::

Back to top button