জাতীয়

রান্নার অতি প্রয়োজনীয় উপাদান নুন – সেটা আমদানি করতেও ভারতের মুখাপেক্ষী চিন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রান্নার অতি প্রয়োজনীয় উপাদান নুন - সেটা আমদানি করতেও ভারতের মুখাপেক্ষী চিন

ভারতও চিনে বিভিন্ন জিনিস রফতানি করে। তার মধ্যে মশলা, চাল, ডাল, প্রক্রিয়াজাত ফল, প্রক্রিয়াজাত খাবার সহ একাধিক জিনিস রয়েছে। তবে সবথেকে বেশি যে পণ্য রফতানি হয়, তা হল নুন।

চিনের নুনের চাহিদার প্রায় পুরোটাই মেটায় ভারত। চিনই সবথেকে বেশি নুন কেনে ভারতের কাছ থেকে। এরপরে রয়েছে মেক্সিকো, অস্ট্রেলিয়ার মতো দেশ। পাকিস্তানও ভারতের থেকে নুন আমদানি করে।

এত প্রয়োজনের পরেও বিশ্বমঞ্চেও চিন বরাবর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কেবল ভারতের বিরোধিতা করার জন্যই। পড়শি দেশ হলেও, বন্ধুত্বের থেকে শত্রুতাই বেশি করে চিন। আগে যুদ্ধ যেমন করেছে, এখনও সীমান্ত নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে।

চিন এছাড়াও মাছ, ভেষজ তেল, বিভিন্ন দামি রত্ন, গহনা, প্লাস্টিকের সামগ্রী, বৈদ্যুতিন সরঞ্জাম কেনে। নির্মাণ সামগ্রীর মধ্যে লোহা ও ইস্পাতও আমদানি করে ভারত থেকেই।

ভারত সবথেকে বেশি ইলেকট্রনিক পণ্য আমদানি করে চিন থেকে। তা কিন্তু নয়, বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে রাসায়নিক, টেক্সটাইল ও ওষুধ সহ নানা পণ্য ভারতে রফতানি করে চিন।

গ্লোবাল ট্রেড রিসার্চ রিপোর্ট অনুযায়ী, বিগত ১৫ বছরে চিনের তুলনায় ভারতের আমদানি ২.৩ গুণ বেড়েছে।

আরও পড়ুন ::

Back to top button