বিচিত্রতা

চলন্ত হোটেল!

চলন্ত হোটেল!

ভ্রমণের সময় বাসের মধ্যে ঘুমানোর বিষয়টি কখনই মনোমুগ্ধকর নয়। তবে ক্যালিফোর্নিয়ার চলন্ত হোটেল অবশ্যই আপনাকে মুগ্ধ করবে।

চলন্ত হোটেলটির ধারণা এনেছে সানফ্রান্সিসকোর কেবিন নামে একটি স্টার্ট আপ কোম্পানি।

আর এই চলন্ত হোটেলে আপনি ঘুমাবেন এক শহরে এবং জেগে উঠবেন আরেক শহরে এসে! এমনটিই জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও টম কুরিয়ার।

কোম্পানিটির চলন্ত হোটেলে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট কেবিন। যেখানে শুয়ে অনায়াসেই কোনো ধরনের ক্লান্তি ভাব ছাড়াই এক ঘুমেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।

চলন্ত হোটেল!

শুধুমাত্র শুয়েই থাকতে হবে এমনটি নয়, এর দ্বিতল বিশিষ্ট গাড়িটির ভেতর বই পড়ার জন্য আলাদা ব্যবস্থাসহ আরও বেশ কয়েকটি সুবিধা।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের ভ্রমণকারীদের জন্য এটি হবে অনেক বেশি মনোমুগ্ধকর। কারণ এটি তুলনামূলকভাবে ধীরে এবং নির্বিঘ্নে চলবে, ফলে ভ্রমণকারীরা কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই একস্থান থেকে অন্য স্থানে যেতে পারবে।

বর্তমানে কোম্পানিটি এই ধরনের সুবিধা দিচ্ছে শুধুমাত্র সানফ্রান্সিসকো এবং সান্তা মোনিকা রুটে। এই রুটের ভ্রমণকারীদের প্রায় আট ঘণ্টা ভ্রমণ করতে হয়।

সূত্র- সিএনএন

আরও পড়ুন ::

Back to top button