ঝাড়গ্রাম

দরিদ্র আদিবাসী গ্রামে ত্রাণ দিলেন চাল-কল কর্তৃপক্ষ

দরিদ্র আদিবাসী গ্রামে ত্রাণ দিলেন চাল-কল কর্তৃপক্ষ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছে রুজিরুটি। খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষ চরম সমস্যায় পড়েছেন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পেটবিন্ধি অঞ্চলের নাকুইজুড়ি গ্রামের দেড়শো দরিদ্র আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন একটি রাইস মিল কর্তৃপক্ষ।

বেলিয়াবেড়ার নিশ্চিন্তা গ্রামের পিতা-মাতা রাইস মিল কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার ওই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, আলু, সয়াবিন, আনাজ ও সাবান। রাইস মিলের দুই কর্ণধার পবন মাহাতো ও প্রদীপ মাহাতো নিজেরা ওই গ্রামে গিয়ে পরিবারগুলিকে খাদ্যসামগ্রী বিলি করেন। পবন ও প্রদীপ জানালেন, এখনও নাকুইজুড়ি গ্রামের আদিবাসী পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছয়নি বলে তাঁরা খবর পান।

দিনমজুরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলি খুবই সমস্যার মধ্যে ছিল। এরপরই ওই গ্রামের আদিবাসী পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছন পবন ও প্রদীপ এবং তাঁদের সহযোগীরা। ত্রাণ পেয়ে আপ্লুত টুম্পা মুর্মু, অজয় বাস্কে, মনজর বাস্কেরা বলেন, লকডাউনে কাজ বন্ধ থাকায় কোনও রোজগার নেই। রেশনের চালে পেট ভরছিল না। খুবই অভাবের মধ্যে আধপেট খেয়ে দিন কাটাতে হচ্ছিল।

দরিদ্র আদিবাসী গ্রামে ত্রাণ দিলেন চাল-কল কর্তৃপক্ষ

রাইস মিলের বাবুরা এদিন দেবদূতের মতো এসে সাহায্য করলেন। পবন-প্রদীপ বলেন, ‘‘সারা বছরই তো ব্যবসা করছি। বিপদের দিনে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোটা সবার কর্তব্য। সেটাই আমরা করেছি।’’

আরও পড়ুন ::

Back to top button