কলকাতা

করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোয় অপরাধে FIR,দায়ের করলেন সুজন

করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে 'ভুয়ো তথ্য' ছড়ানোয় অপরাধে FIR,দায়ের করলেন সুজন

ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুক পোস্টে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে FIR প্রসঙ্গে মুখ খুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। নিজের অবস্থানে স্থির থেকে অভিযোগকারীকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। এদিন ফের তথ্য গোপনের অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। জানা গিয়েছে, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করোনায় মৃতদের নামের একটি তালিকা পোস্ট করেছিলেন সুজন চক্রবর্তী। ৭ জনের সেই তালিকায় নাম ছিল জগত্‍বল্লভপুরের এক মহিলার। জগত্‍বল্লভপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুর অভিযোগ, ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন না। হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

অর্থাত্‍ রঞ্জনবাবুর দাবি যে, ফেসবুকে ভুল তথ্য ছড়াচ্ছেন সুজন চক্রবর্তী। এই অভিযোগে স্থানীয় থানায় সুজনাবাবুর বিরুদ্ধে FIR করেন রঞ্জন কুণ্ডু। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পালটা অভিযোগকারীকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা। সাফ জানালেন প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত তিনি। ভুয়ো তথ্য পোস্ট প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘অভিযোগকারীর দাবি মোতাবেক যদি একটি নাম ভুল হয়েও থাকে, বাকি ছ’টি নাম ঠিক। কিন্তু সরকারি মৃতের তালিকায় তাঁদের উল্লেখ রয়েছে কি?’

এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করলেন সুজন চক্রবর্তী। এতে রাজ্যের ক্ষতি হচ্ছে, ভবিষ্যতে ভয়ংকর সমস্যা তৈরি হবে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। বাঙুর হাসপাতালের ভিডিও প্রকাশ্যে আসার কারণেই কোভিড হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত, এমনটাই দাবি করেন বাম নেতা।

পাশপাশি, দেশের স্বার্থে, রাজ্যর মানুষের জন্য এই পরিস্থিতিতে তথ্য গোপন না করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বানও জানান তিনি। প্রসঙ্গত, করোনা আবহে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এই বিষয়ে অভিযোগ জানাতে রাজ্যপালের দ্বারস্থও হয়েছিলেন বিজেপি নেতারা।

সুত্র:সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button