ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে কুপনের বিনিময়ে ত্রাণ বিলি যুব তৃণমূলের

ঝাড়গ্রাম শহরে কুপনের বিনিময়ে ত্রাণ বিলি যুব তৃণমূলের

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: প্রকৃত দরিদ্রদের সাহায্য করতে ‘কুপন’ ব্যবস্থা চালু করল ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল। শনিবার এমনই একশোটি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী।

এদিন ঝাড়গ্রাম স্টেডিয়াম লাগোয়া শহর যুব তৃণমূলের দলীয় কার্যালয় থেকে পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দেন শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো। অজিতের দাবি, শহরের বিভিন্ন ওয়ার্ডে সমীক্ষা করে প্রকৃত অভাবী একশোটি পরিবারের তালিকা তৈরি করে তাঁদের কাছে কুপন পৌঁছে দেওয়া হয়েছিল।

এদিন ওই পরিবারগুলি দলীয় যুব সংগঠনের কার্যালয়ে এসে কুপন দেখিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন। অজিত বলেন, ‘‘লকডাউনে সারাদেশের মানুষ সমস্যায় পড়েছেন। রাজ্য সরকার ও জেলা প্রশাসন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরাও তৃণমূলের শহর যুব সংগঠনের উদ্যোগে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছি।’’

আরও পড়ুন ::

Back to top button