ঝাড়গ্রাম

সবুজ পতাকা নেড়ে নিরাপদ যাত্রার সূচনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

সবুজ পতাকা নেড়ে নিরাপদ যাত্রার সূচনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বুধবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যেগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি হল। এদিন সকালে ঝাড়গ্রাম জেলাশহরের পাঁচমাথার মোড়ে ওই কর্মসূচির সচেতনতামূলক প্রচারপত্রের আনুষ্ঠানিক প্রকাশ করেন জেলাশাসক আয়েষা রানি এ এবং জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর।

সবুজ পতাকা নেড়ে একটি বাইক রালির যাত্রা শুরু করান জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। জেলা ট্রাফিক পুলিশ ও ঝাড়গ্রাম থানার উদ্যোগে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াদের নিয়ে বাইক রালিতে ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির ট্যাবলোও। রালিতে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। রালিটি শহর পরিক্রমা করে।

সবুজ পতাকা নেড়ে নিরাপদ যাত্রার সূচনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

তবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির দিনেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার কুলটিকরিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত শাসমল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি স্থানীয় মান্দার গ্রামে। স্থানীয়রা জানান, বাইক থামিয়ে একটি ট্রাক্টরে হেলান দিয়ে চালকের সঙ্গে খোসগল্প করছিলেন তিনি। আচমকা যান্ত্রিক সমস্যায় ট্রাক্টরটি চলতে শুরু করলে প্রশান্ত বাইক থেকে ট্রাক্টরের তলায় পড়ে যান। ট্রাক্টরের পিছনের চাকায় মাথার একাংশ পিষে গিয়ে ঘটনাস্থলেই প্রশান্তের মৃত্যু হয়।

আরও পড়ুন ::

Back to top button