ঝাড়গ্রাম

‘বিনামূল্যে রেশন নয়, শিক্ষকের চাকরি চাই’, দাবি তুলে বিক্ষোভ বিএড উত্তীর্ণদের

'বিনামূল্যে রেশন নয়, শিক্ষকের চাকরি চাই', দাবি তুলে বিক্ষোভ বিএড উত্তীর্ণদের

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ‘বিনামূল্যে চাই না রেশন, চাকরি চাই, সঙ্গে বেতন।’ এভাবেই রাজ্য সরকারের নীতির সমালোচনা করে শিক্ষক পদের চাকরির দাবিতে সরব হলেন ঝাড়গ্রাম জেলার শিক্ষক পদ-প্রার্থী কয়েকশো যুবক-যুবতী।বিএড কোর্স করেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।

রাজ্যের এমনই বিএড উত্তীর্ণ যুবক-যুবতীরা মিলে গঠন করেছেন ‘ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন’। আবার যাঁরা বেসরকারি শিক্ষক শিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরাও সরকারি শিক্ষক পদে যোগ দিতে পারছেন না। এমন প্রশিক্ষকেরাও মিলে গঠন করেছেন ‘ওয়েস্টবেঙ্গল টিচার্স জব অ্যাসেসিয়েশন’।

সোমবার ওই দু’টি সংগঠনের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে একযোগে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ-মিছিলের পরে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। সংগঠন দু’টির দাবি, অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

[ আরও পড়ুন : দিব্যাঙ্গ কিশোরীকে হুইল চেয়ার দিলেন জেলা সভাধিপতি ]

প্রতি বছর এসএসসি পরীক্ষার ব্যবস্থা, সমস্ত শূন্য শিক্ষক পদে নিয়োগ, দুর্নীতিমুক্ত প্যানেল প্রকাশ সহ সাত দফা দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরে মিছিল করার পরে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

ওই সংগঠনেরই একজন বলেন, ‘‘শিক্ষকতার স্বপ্ন নিয়ে জঙ্গলমহলের কয়েক হাজার যুবক-যুবতী বিএড কোর্স করেছেন। কিন্তু গত ৮ বছর ধরে শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা হচ্ছে না। প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে। ২০১২ সালে অনেকে টেট কোয়ালিফাই করেছিলেন।

কিন্তু তাঁরাও নিয়োগ পরীক্ষায় ডাক পাননি। আবার বিএড উত্তীর্ণ কিছু যুবক-যুবতী বেসরকারি শিক্ষক শিক্ষণ কেন্দ্রে নামমাত্র সাম্মানিকের বিনিময়ে কাজ করছেন। তাঁরাও বঞ্চনার শিকার।’’ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক।

[ আরও পড়ুন : ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের ১৭০টি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছিল ভারত! ]

 

আরও পড়ুন ::

Back to top button