ঝাড়গ্রাম

এবার পরিবার ভিত্তিক সদস্যদের হোয়াটস্অ্যাপ গ্রুপে জুড়ে সমস্যার খোঁজে যুবশক্তির যুবযোদ্ধারা

এবার পরিবার ভিত্তিক সদস্যদের হোয়াটস্অ্যাপ গ্রুপে জুড়ে সমস্যার খোঁজে যুবশক্তির যুবযোদ্ধারা
সোহম চক্রবর্তী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় যুবশক্তির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করলেন রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী ও যুবশক্তির কো-অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি হোটেলের মিটিং হলে যুবশক্তির জেলার সাংগঠনিক সদস্যদের নিয়ে বৈঠক করেন সোহম ও নির্মাল্য।

এবার পরিবার ভিত্তিক সদস্যদের হোয়াটস্অ্যাপ গ্রুপে জুড়ে সমস্যার খোঁজে যুবশক্তির যুবযোদ্ধারা

ওই বৈঠকে ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, তৃণমূলের জেলা চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর অজিত মাহাতো, যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা যুব সভাপতি শান্তনু ঘোষ প্রমুখ।

[ আরও পড়ুন :  নিয়ম না মানলে শাস্তি! ঝাড়গ্রামে করোনা সচেতনতায় শিক্ষকের ভূমিকায় প্রশাসক ]

এদিন সোহম জানালেন, প্রত্যেক ফিল্ড মেম্বার দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকে সর্বোচ্চ দু’শো জন করে যুবযোদ্ধা সংগ্রহ করবেন। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় পাঁচ হাজারের কিছু বেশি সদস্য সংগ্রহ করা হয়েছে। তাঁরা হলেন এলাকার যুবযোদ্ধা। প্রত্যেক যুবযোদ্ধা দশটি করে পরিবারকে নিয়ে হোয়াটস্অ্যাপ গ্রুপ খুলবেন। সেই গ্রুপের মাধ্যমে ওই পরিবারগুলির সমস্যা নিয়ে উর্ধ্বতন মহলে জানানো হবে।

এবার পরিবার ভিত্তিক সদস্যদের হোয়াটস্অ্যাপ গ্রুপে জুড়ে সমস্যার খোঁজে যুবশক্তির যুবযোদ্ধারা
সোহম চক্রবর্তী

তার ভিত্তিতে স্থানীয় স্তরে অথবা রাজ্য থেকে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। এই কর্মসূচির উদ্দেশ্য আরও বেশি করে মানুষের কাছে যাওয়া। তবে দ্বিতীয় পর্যায়ের কাজে গতি না থাকার জন্য এদিন বৈঠকে অসন্তুষ্ট হন সোহম। ডিসি মেম্বার ও ফিল্ড মেম্বারদের আরও সক্রিয় ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

[ আরও পড়ুন : সুশান্তের অ্যাকাউন্ট থেকে আর্থিক কারচুপির অভিযোগ দায়ের ইডি’র ]

 

আরও পড়ুন ::

Back to top button