ঝাড়গ্রাম

প্রদীপশিখায় রক্তের যোগানে ছাত্র-যুবদের আলোকিত উদ্যোগ

প্রদীপশিখায় রক্তের যোগানে ছাত্র-যুবদের আলোকিত উদ্যোগ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ মৈত্রের স্মরণে এক রক্তদান শিবির হল। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের আরণ্যক হলে ওই শিবিরের যৌথ আয়োজনে ছিল সিপিআইয়ের ছাত্র (এআইএসএফ) এবং যুব (এআইওয়াইএফ) সংগঠন। ২০১৩ সাল পর্যন্ত বাম পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন প্রদীপবাবু।

প্রদীপশিখায় রক্তের যোগানে ছাত্র-যুবদের আলোকিত উদ্যোগ

সিপিআইয়ের শ্রমিক সংগঠনের রাজ্যস্তরের নেতা ছিলেন তিনি। পরোপকারী প্রদীপবাবু এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। ২০১৩ সালের পুরভোটে প্রার্থীও হন তিনি। তবে ভোটের আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। প্রতি বছর জননেতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

[ আরও পড়ুন : আইসিসি সভাপতি নির্বাচন নিয়ে ভারত-পাকিস্তানের লড়াই ]

এবার করোনা আবহের মধ্যেও রক্তদান শিবির করতে এগিয়ে এলেন বামপন্থী ছাত্র-যুবরা। প্রদীপশিখার মতো রক্তদানের পুণ্যদানে জীবনদানের শপথও নিলেন তাঁরা। এদিন শিবিরের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিশিষ্ট চিকিৎসক তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসেসিয়েশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক ডা. প্রণবরঞ্জন মজুমদার। ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৪৮ জন রক্তদান করেন।

প্রদীপশিখায় রক্তের যোগানে ছাত্র-যুবদের আলোকিত উদ্যোগ

প্রদীপবাবুর ছেলে সমাজসেবী প্রতীক মৈত্র বলেন, ‘‘বাবার আদর্শে আমিও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’’ লকডাউন পর্বে প্রতীক ও তাঁর বন্ধুরা জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার কয়েক হাজার মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিলেন। অসুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন ওষুধ ও চিকিৎসা পরিষেবা। রক্তদান করে মুমূর্ষুর জীবনদানও করেছেন প্রতীকেরা।

[ আরও পড়ুন : রিলায়েন্সের হাত ধরে ফিরতে পারে টিকটক ! ]

এমনকী সুন্দরবনের দুর্গত মানুষজনের কাছেও খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রতীক ও তাঁর বন্ধুরা। প্রতীক এদিন বলেন, ‘‘বাবা আমৃত্যু মানুষের সেবা করে গিয়েছেন। আমিও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি।’’

 

আরও পড়ুন ::

Back to top button