ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে বাইক উল্টে গুরুতর জখম তৃণমূল নেতা গৌরাঙ্গ প্রধান

ঝাড়গ্রামে বাইক উল্টে গুরুতর জখম তৃণমূল নেতা গৌরাঙ্গ প্রধান

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: প্রিয় নেতার আরোগ্য কামনায় মা গুপ্তমণির কাছে প্রার্থনা জানাতে গিয়েছিলেন। ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা গৌরাঙ্গ প্রধান। রবিবার বিকেলে ঝাড়গ্রামের কলাবনির জঙ্গল রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে।

আশঙ্কাজনক অবস্থায় গৌরাঙ্গকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটির মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথার বাঁদিকের পিছনের আঘাত গুরুতর। বাম কন্ঠার হাড়েও চোট পেয়েছেন। বছর ষাটের গৌরাঙ্গ তৃণমূলের জন্মলগ্নের সময়ের নেতা।

আরও পড়ুুন: দীপিকার ফোন জব্দ করলো এনসিবি

বর্তমানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা নেতা তিনি। এছাড়াও তিনি তৃণমূলের জেলা কমিটিরও সদস্য। মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় তাঁর অনুগামীরা জাতীয় সড়কের ধারে জাগ্রত দেবী মা গুপ্তমণির মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন।

নিজে মোটরবাইক চালিয়ে ওই পুজো-অনুষ্ঠানে যোগ দেন গৌরাঙ্গ। পুজোর শেষে বাইক চালিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। কলাবনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত উল্টে যান তিনি। মাথায় ও বাম কন্ঠার হাড়ে গুরুতর চোট পান।

আরও পড়ুন ::

Back to top button