বিচিত্রতা

বেশি খাবার খেয়ে বিপাকে পড়েছে ভয়ংকর অজগর

বেশি খাবার খেয়ে বিপাকে পড়েছে ভয়ংকর অজগর

মানুষ কিংবা যেকোনো প্রাণী খাবার হজম করতে পারলেই শরীর থাকে সুস্থ ও ফুরফুরে। অনেকে বেশি খাওয়ার পর হজম করতে পারেন। আবার যদি কেউ খাবার হজম করতে না পারে, তবে তার চেয়ে বড় ভোগান্তিতে আর কেউ নেই।

এটি পশু বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তেমনি বেশি খাবার খেয়ে অস্বস্তিতে পড়েছে এক অজগর। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রোববার ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলায় সিহারি গ্রামে এ ঘটেছে। দেশটির সংবাদ সংস্থা এএনআই খাবার খেয়ে বিপাকে পড়া ভয়ংকর অজগরের দুটি ছবি টুইটারে পোস্ট করেছে। ওই ছবিতে অজগরকে অপ্রত্যাশীত অবস্থায় দেখা যায়।

আরও পড়ুুন: ‘বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল!

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মানুষ যেভাবে অতিরিক্ত খাবার খেয়ে অস্বস্তিতে পড়ে, তেমনি পশু, পাখিরাও বেশি খাবার খেয়ে অস্বস্তিতে পড়ে। তেমনি বেশি খাবার খেয়ে বিপাকে পড়েছে একটি অজগর। অজগরটি তার শরীরের চেয়ে বেশি বড় একটি শিকার খায়। ফলে তার জন্য নাড়াচাড়া করা অসম্ভব হয়ে পড়ে।

বন দফতর জানায়, অজগরটি হরিণ বা বড় ছাগলের মতো কিছু শিকার করায় নড়াচড়া করতে পারছে না। সাপটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরা বন দফতরে খবর দেন। পরে অজগরটিকে গাড়ি দিয়ে উদ্ধার করা হয়।

আরও পড়ুন ::

Back to top button