রাজ্য

রাজ্যে শুরু কোভ্যাকসিনের ট্রায়াল, নাইসেডে ভ্যাকসিন নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

রাজ্যে শুরু কোভ্যাকসিনের ট্রায়াল, নাইসেডে ভ্যাকসিন নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

বুধবার সকালে বেলেঘাটা নাইসেডে করোনা টিকা‘কোভ্যাক্সিন’ -এর তৃতীয় পর্যায়ের পরীক্ষার সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ আর বিকেলে ‘কোভ্যাক্সিন’নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ এদিন বিকেলে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বেলেঘাটা নাইসেডে পৌঁছন৷

তারপর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়৷ পুরমন্ত্রীর কোনও কো-মর্বিডিটি না থাকায় তাঁকে‘কোভ্যাক্সিন’ দেওয়া হয়৷ ২৮ দিন পর ফের ফিরহাদ হাকিমকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে নাইসেড সূত্রে খবর৷ যদিও গতকাল মঙ্গলবার বেলেঘাটা নাইসেডে বিপ্লব যশ নামে একজনকে ‘কোভ্যাক্সিন’ দেওয়া হয়েছে বলে খবর৷

সেই দিক থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হলেন দ্বিতীয় ‘কোভ্যাক্সিন’গ্রহীতা৷ তবে উদ্বোধনের পর ফিরহাদ হাকিমই প্রথম৷ ভারতের তৈরি‘কোভ্যাক্সিন’ নেওয়ার পর পুরমন্ত্রী বলেন, পরীক্ষামূলক ভ্যাক্সিন আমাকে দেওয়া হয়েছে৷ ‘কোভ্যাক্সিন’ নেওয়ার পর আমার পর কোনও সমস্যা হয়নি৷ তবে নাইসেড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, তাড়াতাড়ি পরীক্ষামূলক ‘কোভ্যাক্সিন’ ফলাফল জেনে যাতে সাধারণ মানুষকে দেওয়া যায়৷

আরও পড়ুন : বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না : মমতা বন্দ্যোপাধ্যায়

নাইসেড সূত্রে খবর, যে সব স্বেচ্ছাসেবককে এই পরীক্ষামূলক ‘কোভ্যাক্সিন’ নেবেন, তাঁরা পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ঠিকানা ছেড়ে কোথাও যেতে পারবেন না৷ কারণ নিয়মিত তাঁদের শরীরের প্রতি নজর রাখবে নাইসেড। সূত্রের খবর,ইতিমধ্যেই কলকাতার স্বেচ্ছাসেবকদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়ে গিয়েছে৷

যাদের বাড়ি বেলেঘাটা নাইসেড থেকে ১০ কিলমিটারের মধ্যে তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে৷ পরীক্ষামূলক এই টিকা নেওয়ার পর কিছুটা ঝুকি থাকছে৷ তবে নাইসেড সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ‘কোভ্যাকসিন’ ভাল ফল দিয়েছে। কিছুদিন আগেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে কলকাতা নাইসেডে এসেছে ১ হাজার টিকা।

যা নিঃসন্দেহে করোনা পরিস্থিতির মধ্যে বড় খবর। নাইসেডে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনগুলিকে সংরক্ষণ করা হয়েছে বলে খবর৷

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছিলেন, এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে প্রায় ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে বেলেঘাটা নাইসেড রয়েছে৷

আরও পড়ুন ::

Back to top button