ঝাড়গ্রাম

রাস উৎসবে খোল বাজিয়ে জঙ্গলমহলে জনসংযোগ বিধায়কের

স্বপ্নীল মজুমদার

রাস উৎসবে খোল বাজিয়ে জঙ্গলমহলে জনসংযোগ বিধায়কের

ঝাড়গ্রাম: তিনি মাটির মানুষ! নিজে চাষ করেন। বাঁদনা পরবে গান করেন। এবার রাস উৎসবে খোল বাজিয়ে হরিনামও করলেন। তিনি তৃণমূলের প্রাক্তন মন্ত্রী গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো।

বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া গ্রামে একটি রাস উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চূড়ামণি। সেখানে গলায় খোল ঝুলিয়ে কীর্তনের সঙ্গে দারুণ খোল বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এলাকার বিধায়ক। ঝাড়গ্রামের আমলাচটি গ্রামের বাসিন্দা চূড়ামণি স্বভাবে সহজ-সরল মানুষ। কোনও অহমিকা নেই তাঁর।

আরও পড়ুন : ‘গোলাপ বাড়ি’র চিত্তরঞ্জন মজুমদার মজে আছেন গোলাপের চর্চায়

চুনপাড়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সর্বজনীন রাস উৎসব শুরু হয়েছিল গত ২৮ নভেম্বর শনিবার। বুধবার ছিল হরিনাম সহযোগে সমাপ্তি অনুষ্ঠান। সেখানে যোগ দিয়ে চূড়ামণি খোল বাজিয়ে সংকীর্তনে অংশ নেন। বিধায়ককে খোল বাজাতে দেখে অনেকেই মোবাইল ফোনে ভিডিয়ো ও ছবি তুলতে থাকেন।

বিধানসভা ভোটের বাকি কয়েক মাস। এ সময়ে রাজনৈতিক দলের নেতা-জনপ্রতিনিধিরা নানা ভাবে জনসংযোগ করছেন। শাসকদলের বিধায়ক চূড়ামণি রাস উৎসবে এসে জনসংযোগের সুযোগ হাতছাড়া করলেন না। খোল বাজিয়ে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি!

আরও পড়ুন ::

Back to top button