আন্তর্জাতিক

ভয়াবহ তুষারঝড়ের কবলে স্পেন

ভয়াবহ তুষারঝড়ের কবলে স্পেন - West Bengal News 24

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে স্পেন। শনিবার মধ্যস্পেনে আঘাত হেনেছিল স্টর্ম ফিলোমেনা নামের ঝড়টি।

বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় ছিল এটি। ঝড়ে এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানী মাদ্রিদে গাড়িতে আটকে পড়া দেড় হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কিংবা করোনার বিস্তাররোধে নাগরিকদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এই পরিস্থিতিতে তুষার বরফে রূপান্তরিত হতে পারে ও ক্ষতিগ্রস্ত গাছ পড়ে যেতে পারে।

আরও পড়ুন: ‘জাভা সাগরে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

মাদ্রিদের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় সময় রোববার বিকেলের আগে এটি খুলবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার যোগাযোগমন্ত্রী হোসে লুইস আবালস জানিয়েছেন, মধ্যস্পেনের প্রায় ২০ হাজার কিলোমিটার সড়ক ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকায় আটকে পড়া মানুষদের জন্য সরকার খাদ্য ও করোনার টিকা পাঠাবে।

 

আরও পড়ুন ::

Back to top button