ঝাড়গ্রাম

সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের উদ্যোগে জনসংযোগে ‘প্রাক-নিয়োগ প্রশিক্ষণ

স্বপ্নীল মজুমদার

সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের উদ্যোগে জনসংযোগে ‘প্রাক-নিয়োগ প্রশিক্ষণ - West Bengal News 24

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের মাওবাদী প্রভাবিত এলাকায় শান্তিস্থাপনে সিআরপিএফের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের উদ্যোগে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যুবক-যুবতীদের কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশের চাকরিতে যোগদানে উৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলপাহাড়ির খট্টাধরায় সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের উদ্যোগে এক প্রাক-নিয়োগ প্রশিক্ষণ কর্মসূচি হল। এদিন খট্টাধরায় সিআরপিএফের জনসংযোগ কর্মসূচির আওতায় এলাকার যুবক-যুবতীদের প্রাক-নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হয়। বেলপাহাড়ির বিভিন্ন গ্রামের তিনশো যুবক-যুবতী এদিন শিবিরে প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন : রাজ্য সরকারের উৎসবে বিজেপি সাংসদ!

উপস্থিত ছিলেন সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট বি আর মিনা সহ পদস্থ আধিকারিকেরা। শ্রী মিনা এদিন উপস্থিত যুবক-যুবতীদের আরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। গত ১৮ জানুয়ারি এ রকমই প্রাক-নিয়োগ প্রশিক্ষণ শিবির হয়েছে জামবনির গিধনিতে। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জেলার বিভিন্ন এলাকার ফুটবল টিমগুলিকে নিয়ে জেলাস্তরের একটি ফুটবল খেলারও আয়োজন করা হবে।

আরও পড়ুন ::

Back to top button