ঝাড়গ্রাম

তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি অভিনেত্রী বিরবাহা হাঁসদা

স্বপ্নীল মজুমদার

তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি অভিনেত্রী বিরবাহা হাঁসদা - West Bengal News 24

ঝাড়গ্রাম: মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রাখলেন জঙ্গলমহলের পরিচিত মুখ, সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদা। বুধবার কলকাতার বেহালায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে এসে তৃণমূলে যোগ দেন বিরবাহা। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পার্থবাবু।

পার্থবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চেয়ে বিরবাহা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁকে তৃণমূল পরিবারে নেওয়া হয়েছে।” বিরবাহা বলেন, “মানুষের কাজ করতে চাই। দিদির হাত শক্ত করতে চাই।” সাংবাদিকরা জানতে চান, বিরবাহা কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন? পার্থ ও বিরবাহা দু’জনেই জানান, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।

ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর নেত্রী বিরবাহা তৃণমূলে যোগ দেওয়ায় ঝাড়গ্রামের অনেকেই অবাক হয়ে গিয়েছেন। সাঁওতালি সিনেমার অভিনেত্রী হিসেবে আদিবাসী সমাজে বিরবাহা খুবই জনপ্রিয়। ফলে, ঝাড়গ্রাম জেলার কোনও একটি আসনে তিনি প্রার্থী হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button