ঝাড়গ্রাম

‘ঘরের মেয়ে’ বিরবাহাকে সমর্থনের সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড পার্টি (নরেন)

স্বপ্নীল মজুমদার

‘ঘরের মেয়ে’ বিরবাহাকে সমর্থনের সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড পার্টি (নরেন) - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদাকে সমর্থনের সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড পার্টি (নরেন)। এই দলের সভানেত্রী চুনিবালা হাঁসদা হলেন বিরবাহার মা। রবিবার ঝাড়গ্রামে ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান দলের সহ সভাপতি নির্মল মান্ডি।

এদিন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লির বাড়িতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছিলেন চুনিবালা। বৈঠকে চুনিবালা ছাড়াও ছিলেন দলের সহ সভাপতি নির্মল মান্ডি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার মণ্ডল, অজিত মুর্মু, আকিরুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন : রবি-বাজারে প্রচারে বিরবাহা

কেন্দ্রীয় কমিটির সদস্যরা এদিন একযোগে সিদ্ধান্ত নেন, ঘরের মেয়ে বিরবাহাকে সমর্থন করা হবে। চুনিবালার দলের সহ সম্পাদিকা ছিলেন বিরবাহা। মায়ের দল ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। বিরবাহাকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়খণ্ড পার্টি (নরেন) এবার কোনও আসনেই প্রার্থী দেয়নি। ফলে চুনিবালা কি অবস্থান নেন সেদিকেই লক্ষ্য রাখছিল রাজনৈতিক মহল। তবে ঝাড়গ্রাম জেলার বাকি তিনটি আসনের তৃণমূল প্রার্থীদের সমর্থন করার বিষয়ে এদিন কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান চুনিবালা। পরে এ ব্যাপারে দলের বৈঠকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্মল।

আরও পড়ুন ::

Back to top button