আন্তর্জাতিক

করোনায় সাড়ে ২৮ লাখের বেশি মৃত্যু

করোনায় সাড়ে ২৮ লাখের বেশি মৃত্যু - West Bengal News 24

বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১০ হাজার মানুষ। মৃতের সংখ্যা বেড়ে এখন ২৮ লাখ ৬৫ হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য অনুযায়ী, সোমবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৯ লাখ ৮ হাজার ৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২২১টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন : ব্যাংককে ৩ তলা ভবনে আগুন , নিহত পাঁচ

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ১ হাজার ৯৩১ জন, আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে একদিনে আক্রান্ত প্রায় ৯৩ হাজার।

পরিসংখ্যান বলছে, জানুয়ারির ২১ তারিখে বিশ্বজুড়ে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৮৯৫ জন, তারপর বেড়ে ২৭ মার্চ ১৭ হাজারের বেশি হয়। তবে মার্চ মাস নাগাদ মৃত্যু হার কিছুটা কমে ২২ মার্চ ৭ হাজার ২৬৩ হলেও এপ্রিলে করোনার মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭১৭ জনের। সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে মৃত্যু ৫১৪ জন, আক্রান্ত ৯২ হাজার ৯৯৮ জন।

এছাড়া, হঠাৎ মৃত্যু এবং আক্রান্ত বাড়তে শুরু করেছে পোল্যান্ডে। দেশটিতে একদিনে মৃত্যু ৫৭১, আক্রান্ত ২৮ হাজার ৭৩ জন। একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেওয়ায় সেখানে লকডাউন দেওয়া হয়েছে। ইতালিতে একদিনে মারা গেছেন ৩৭৬ জন, রাশিয়ায় ৩৮৪, স্পেনে ১৫৭, ফ্রান্সে ২১৩, জার্মানিতে ৮১ জন।-

তবে বিশ্বজুড়ে অনেক দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ হলেও দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি কমেছে যুক্তরাজ্যে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্ত ৩ হাজার।

আরও পড়ুন ::

Back to top button