জাতীয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন - West Bengal News 24

সাত বারের বিধায়ক। দু’‌বার চেন্নাইয়ের মেয়রও হয়েছেন। ৬৯ বছর বয়সে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন। এর আগে এই রাজ্যে এত বয়সে কেউ প্রথমবার মুখ্যমন্ত্রী হননি। স্ট্যালিনের বাবা করুণানিধি পাঁচ বাস এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।

শুক্রবার নিজের মন্ত্রিসভার ৩২ জন সদস্যকে নিয়ে শপথ নিলেন ডিএমকে সুপ্রিমো। একেবারেই ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে। কড়াভাবে মানা হয়েছে কোভিড বিধিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যালিনের স্ত্রী দুর্গা স্ট্যালিন, ছেলে উদয়নিধি। এই প্রথম বিধানসভা ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন স্ট্যালিন-পুত্র। স্বামীর শপথগ্রহণের সময় চোখে জল চলে এল দুর্গার। মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র, পুলিশ সহ কয়েকটি দপ্তর রেখেছেন।

শপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে-র জয়ের কারিগর প্রশান্ত কিশোর, স্ট্যালিনের বোন তথা ডিএমকে সাংসদ কানিমোঝি। কানিমোঝি জানালেন, তাঁর দাদার ওপর পুরোপুরি ভরসা রয়েছে। রাজ্যে কোভিড মোকাবিলায় স্পষ্ট পরিকল্পনা রয়েছে স্ট্যালিনের। এবার তা কার্যকর করা হবে। স্ট্যালিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। ২৩৪ আসনের মধ্যে তারা পেয়েছে ১৩৩ আসন। প্রধান বিরোধী দল হিসেবে এডিএমকে পেয়েছে ৬৬। কংগ্রেস ১৮টি আসন। বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন। মুখ্যমন্ত্রী হওয়ার পর স্ট্যালিনের প্রথম লক্ষ্য আপাতত করোনা মোকাবিলা।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button