ঝাড়গ্রাম

করোনা আক্রান্তদের পাশে ‘শিলদা সেভিয়ার্স’

স্বপ্নীল মজুমদার

করোনা আক্রান্তদের পাশে ‘শিলদা সেভিয়ার্স’ - West Bengal News 24

ঝাড়গ্রাম: হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তের বাড়িতে শুভ পাল, সৌরভ দাস, তৃণা মন্ডল, দীপঙ্কর দে-রা পৌঁছে দিচ্ছেন পালসঅক্সিমিটার। উপসর্গযুক্ত অসুস্থকে হাসপাতালের এআরআই ক্লিনিকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন।

করোনা আক্রান্তদের বাড়িতে রান্না করা খাবার ও ওষুধও পৌঁছে দিচ্ছেন তাঁরা। ফোনে চিকিৎসকের সঙ্গে রোগীর কথাও বলিয়ে দিচ্ছেন। বেলপাহাড়ি ব্লকের শিলদা অঞ্চলের গ্রামগুলিতেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। অতিমারির এমন আবহে’ এলাকার যুবক-যুবতীরা গঠন করেছেন শিলদা সেভিয়ার্স’।

করোনার দ্বিতীয় তরঙ্গে তাঁরাই এখন এলাকাবাসীর মুস্কিল আসান। সংক্রমণ ঠেকাতে এলাকাবাসীদের সচেতনও করছেন শুভরা। জীবাণুনাশক স্প্রে করছেন।

বাড়ি-বাড়ি গিয়ে মাস্ক ও সানিটাইজার বিলি করছেন করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন সেভিয়ার্স টিমের অন্যতম উদ্যোক্তা পেশায় সাংবাদিক শেখর।

আরও পড়ুন ::

Back to top button