নদীয়া

কৃষ্ণনগরে এক বাগান থেকে পুলিশ কর্মীর গুরুতর জখম দেহ উদ্ধার

মলয় দে

কৃষ্ণনগরে এক বাগান থেকে পুলিশ কর্মীর গুরুতর জখম দেহ উদ্ধার - West Bengal News 24

শনিবার সন্ধ্যে ছটা নাগাদ কৃষ্ণনগরের রাধানগর আমবাগানে এক যুবককে পাওয়া যায় স্থানীয় একটি বাগান থেকে। রক্তাক্ত অবস্থায় এবং সম্পূর্ণ মুখে গুরুতর জখম অবস্থায়, এলাকাবাসী দেখে ফোন করে কোতোয়ালি থানায়।

প্রাথমিকভাবে তার মুখে ইটের গুঁড়ো লেগে থাকার জন্য কেউ বা কারা তাকে ইঁট দিয়ে গুরুতর আঘাত করেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগের কোনো ব্যক্তিগত শত্রুতা! নাকি তিনি যাদের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তাদের রোষানলে পড়লেন এই পুলিশকর্মী তা খতিয়ে দেখছে পুলিশ! এলাকায় সূত্রে জানা যায় ৪৮ বছর বয়সী ওই যুবকের নাম প্রীতম রায়।

নবদ্বীপ থানায় তার পোস্টিং কনস্টেবল আইডি ২৬৩। গত বিধানসভা নির্বাচনে সংযুক্তা মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী সিলভি সাহার দেহরক্ষী ছিলেন তিনি , বর্তমানে নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার দেহ নিরাপত্তারক্ষী হিসেবে কাজে নিযুক্ত।

আজ সন্ধ্যে নাগাদ কৃষ্ণনগর নাজিরা পাড়ার বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ি ঢোকার আগেই, কেউ বা কারা অপহরণ করে নিয়ে এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে এলাকাবাসী।

তিনি এখন বর্তমানে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অসুস্থ বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন ::

Back to top button