খেলা

মেসির বিদায় নিয়ে যা বললেন বার্সা প্রেসিডেন্ট

Lionel Messi : মেসির বিদায় নিয়ে যা বললেন বার্সা প্রেসিডেন্ট - West Bengal News 24

বার্সেলোনা ছাড়তে হচ্ছে লিওনেল মেসিকে। স্প্যানিশ দলটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার।

শুক্রবার (৬ আগস্ট) বিষয়টি নিয়ে ন্যু ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিং করেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

তিনি বলেন, ‘মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলাম। দুই বছরে জন্য তাকে বেতন দেয়ার পরিকল্পনা ছিল। তিনি নিজেও রাজি হয়েছিলেন। সব ঠিকই চলছিল.. তবে লা লিগা তা হতে দিলো না।’

অর্থনৈতিক ও কাঠামোগত বাধার কারণে চুক্তি সম্ভব হচ্ছে না।

লাপোর্তার ভাষায়, ‘লিও মেসির সঙ্গে আলোচনা করে চুক্তিও শেষ করেছিলাম। আমরা তার সঙ্গে চুক্তি করতে পারবো না। কারণ লা লিগার নতুন নিয়ম। তারা আমাদের জন্য বেতন কাঠামো তৈরি করে দিয়েছে। ইচ্ছা থাকা স্বতেও তার সঙ্গে চুক্তি করতে পারছি না। এখন তার অন্য ঠিকানা খুঁজতে হবে।’

যদি লা লিগার পক্ষ থেকে ফোন করে বলা হয়, মেসির সঙ্গে চুক্তি করতে বাধা নেই। সেক্ষেত্রে কী করবেন?

এমন প্রশ্ন শুনে তিনি বলেন, ‘আমরা স্বপ্নে বেচে থাকতে পারি না। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। তবে আমরা বাস্তবতা নিয়ে কথা বলছি। আমাদের চুক্তি হয়েছিল। তবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।’

মেসি নিজেও খুশি নন উল্লেখ করে বার্সেলোনা প্রেসিডেন্ট যোগ করেন, ‘তিনিও দলে থাকতে চান। আমরা তাকে রাখতে চাই। তবে বাস্তবতা পরিবর্তন হয়েছে। যেখানেই যাক মেসি। তার জন্য শুভকামনা।’

আরও পড়ুন ::

Back to top button