জাতীয়

এবার কোভিডের টিকা আনছে রিলায়েন্স! অনুমতি মিলেছে ক্লিনিক্যাল ট্রায়ালের

Reliance Foundation : এবার কোভিডের টিকা আনছে রিলায়েন্স! অনুমতি মিলেছে ক্লিনিক্যাল ট্রায়ালের - West Bengal News 24

করোনা টিকা আনার দৌড়ে এবার রিলায়েন্স। ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ‘লাইফ সায়েন্স’ শাখার তরফে সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি মিলেছে। বিগত বেশ কয়েকদিন ধরেই এই টিকা নিয়ে গবেষণা চালাচ্ছিল রিলায়েন্স। তারপরই ট্রায়ালের আবেদন জানানো হয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে। পাওয়া গেছে অনুমতি।

ভারতে সর্বপ্রথম করোনা টিকার অনুমোদন পায় কোভিশিল্ড। এরপর অনুমতি দেওয়া হয় কোভ্যাক্সিনকে। এরপর একে একে অনুমতি মেলে রাশিয়ার স্পুটনিক ভি, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও জাইডাস ক্যাডিলার জাইকভ-ভি। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে মুকেশ আম্বানির সংস্থার টিকা।

আরো পড়ুন : দিনে ৫ টাকা আয় থেকে এখন শত কোটির মালিক তিনি

এটা ঘটনা বৃহস্পতিবার রিলায়েন্সের তৈরি দুই ডোজের এই টিকার ট্রায়ালের আবেদনের বিষয়টি খতিয়ে দেখেছে ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের পরে নিরাপত্তার দিক সহ আরও নানা দিক খতিয়ে দেখতে চায় রিলায়েন্স। ট্রায়াল চলবে ৫৮ দিন। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের দিকে যাওয়ার পরিকল্পনা রিলায়েন্সের।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button