কলকাতারাজনীতি

NRS-এর হোমগার্ডকে চড় বিজেপি নেতার, ‘বেশ করেছেন’, পাশে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ

NRS-এর হোমগার্ডকে চড় বিজেপি নেতার, ‘বেশ করেছেন’, পাশে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ - West Bengal News 24

চার মাস পর পরিবারের দেহ হাতে তুলে দেওয়া হল ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের। কিন্তু তা নিয়েও বচসা। এনআরএস হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়াল এদিন। বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। ভিডিওটিতে দেখা যায়, এক হোমগার্ডকে চড় মারেন তিনি।

এদিন মর্গ থেকে নিহত বিজেপি কর্মীর দেহ বের করার সময় এনওসি নিয়ে টালবহানা চলে। যার ফলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলে মৃত বিজেপি কর্মীর পরিবার।

আরও পড়ুন : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, সাইবার প্রতারণার শিকার অধ্যাপক

যদিও শেষপর্যন্ত থানার তরফে এনওসি দেওয়া হয়। এরপর বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপরই এনআরএস হাসপাতালের মর্গ থেকে প্রথমে বিজেপির রাজ্য দপ্তর মুরলিধর সেন লেনে নিয়ে যাওয়া হয়। সেখানে দিলীপ ঘোষ-সহ রাজ্য নেতারা উপস্থিত ছিলেন। কাঁকুড়গাছির বাড়ি ঘুরে এরপর শেষকৃত্য হবে তাঁর।

হোমগার্ডকে চড় মারার ঘটনায় দিলীপ ঘোষ বলেন, ‘‌সরকারের গালে থাপ্পড় মারা উচিত, হোমগার্ডকে মেরে ঠিক করেছে। চার মাস ধরে বডি পায়নি। ন্যূনতম মানবিকতা নেই।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button