কলকাতা

‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই’‌, ভবানীপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Dilip Ghosh : ‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই’‌, ভবানীপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের - West Bengal News 24

ভবানীপুরে বিজেপির ভোট প্রচারে তুমুল উত্তেজনা। ভবানীপুরে যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-‌সমর্থকরা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন শেষবেলার প্রচারে আসেন দিলীপ ঘোষ।

সেইসময়ই দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-‌সমর্থকরা। খবর পেয়েই যদুবাবুর বাজারে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দীনেশ ত্রিবেদী।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল কর্মী-‌সমর্থকরা আমাদের প্রচারে বাধা দেয়। তৃণমূল কর্মীদের আক্রমণে আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। আমাকেও ধাক্কা দেওয়া হয়।’‌

আরও পড়ুন : বাবুলের পর জল্পনায় এ বার লকেট, কুণালের টুইট নিয়ে শুরু জোর আলোচনা

এর পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানান। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই।’‌

প্রসঙ্গত, এদিন ভবানীপুরে অর্জুন সিংয়ের প্রচারেও বাধা দেয় তৃণমূল কর্মী-‌সমর্থকরা। অর্জুন সিংকে ঘিরে ‘‌গো ব্যাক’‌ স্লোগান তুলতে থাকেন তৃণমূল সমর্থকরা। অর্জুন সিং বলেন, ‘‌বাংলায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে তৃণমূল।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button